দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নে সোমেশ্বরী নদীর পাড় ঘেঁষে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে এক ডেজার মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (০৬ জুন) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম এই অর্থদণ্ড দেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম জানান,সোমেশ্বরী নদীর ৩ নম্বর বালুমহালে নদীর পাড় ঘেঁষে বালু উত্তোলন করেছিলেন এমদাদুল হক নামের এক ডেজার মালিক। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়। সেই সাথে উক্ত জায়গা থেকে সমস্ত ড্রেজার অন্যত্র সরিয়ে দেয়া হয়।