ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার এক শোকবার্তায় নিহতদের আত্মার শান্তি কামনা করেছেন তিনি। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। একই সঙ্গে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, শুক্রবার বিকালে যাত্রীবাহী করমণ্ডল এক্সপ্রেস ট্রেনটি কলকাতা থেকে চেন্নাইয়ের উদ্দেশে ছেড়ে যায়। ট্রেনটি স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে বালেশ্বরের পাশে বাহানগা বাজারের কাছে অপর একটি ট্রেনের লাইনচ্যুত বগিতে ধাক্কা দেয়।
এ ছাড়া আরেকটি মালবাহী ট্রেনও এ সময় দুর্ঘটনার শিকার হয়। অন্য যাত্রীবাহী ট্রেনটি হলো— সুপারফাস্ট এক্সপ্রেস। এই ট্রেনটি যশবন্তপুর থেকে হাওড়া যাচ্ছিল। দুর্ঘটনায় নিহতের সংখ্যা ২৮৮ জনে ছাড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ৯০০ মানুষ।