চবি প্রতিনিধি- দুইদিন যাবত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে।থেমে থেমে চলতে থাকে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া।আহত হয় দশ জনের বেশি শিক্ষার্থী। বুধবার (৩১ মে) রাত সোয়া ১০টার দিকে ঢাকা হোটেলে খাবার খেতে গিয়ে দুই পক্ষের দুই কর্মীর মধ্যে বাকবিতণ্ডা হয়। এ ঘটনার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং বৃহস্পতিবার (১ জুন) দুপুরে পুনরায় সংঘর্ষ চলতে থাকে। এ সময় সিএফসির কর্মীরা শাহ আমানত হল ও সিক্সটি নাইনের কর্মীরা শাহজালাল হলের সামনে অবাস্থান নেন। দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।সিএফসি শিক্ষা উপমন্ত্রী নওফেল ও সিক্সটি নাইন উপগ্রুপ চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাসিরের অনুসারী। গত রাতে প্রায় দেড় ঘন্টা সংঘর্ষের পর রাত পৌনে বারোটার দিকে প্রক্টরিয়াল বডি ও পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও দুই পক্ষের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করতে থাকে। এর জেরেই বৃহস্পতিবার দুপুর একটার দিকে দুই গ্রুপের মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূরুল আজিম সিকদার ,আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ দশ জনের বেশি ছাত্রলীগ কর্মী আহত হয়। অবস্থা অনুকূলে না থাকায় বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশ এর সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্যাম্পাসে র্যাবের সহায়তা নেয় এবং পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। বিশ্ববিদ্যালয়জুড়ে চাপা উত্তেজনা ও থমথমে অবস্থা বিরাজ করছে।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment