তৃণমূল সাংবাদিকতার অঙ্গিকার নিয়ে পিন্টু দেবনাথ এর সম্পাদনায় ও প্রকাশনায় ” কমলকুঁড়ি ” পত্রিকার একযুগ পূর্তি ও ১৩ তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা, আলোচনাসভা, গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ মে) রাত ৯টায় মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে পাক্ষিক কমলকুঁড়ি পরিবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান। কমলকুঁড়ি পরিবারের সদস্য ও প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ এর সভাপতিত্বে ও সাংবাদিক শাব্বির এলাহীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক, বিশিষ্ট সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায়, ভানুগাছ পৌর বণিক সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট সানোয়ার হোসেন।
অনুষ্ঠানে শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক ও প্রকাশক পিন্টু দেবনাথ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সুব্রত দেবরায় সঞ্জয়, সহকারি অধ্যাপক সেলিম আহমেদ চৌধুরী, কমলগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা স্কাউট সম্পাদক মোশাহীদ আলী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নির্মল এস পলাশ, যুগ্ম সম্পাদক আহমেদুজ্জামান আলম, সহকারি শিক্ষক আজিজুর রহমান, সাংবাদিক আর কে সোমেন, মো. মোনায়েম খান, সালাউদ্দিন শুভ, রুহুল ইসলাম হৃদয়, সাদিকুর রহমান সামু, আশরাফ সিদ্দিকী পারভেজ, আব্দুস সালাম ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা রাজেন কৈরী সহ আরো অনেকে।
সভার শুরুতে অনুষ্ঠানে অতিথিদের ফুল ও উত্তরীয় পরিধান করিয়ে বরণ করে নেয়া হয়। পরে কেক কেটে কমলকুঁড়ি পত্রিকার ১৩ বছরে পদার্পণকে স্বাগত জানিয়ে শুরু হয় গুণীজন সম্মাননা অনুষ্টান।
প্রতিবছরের ন্যায় এবারও কমলগঞ্জের ৪ গুনী ব্যক্তিকে কমলকুঁড়ি পদকে ভুষিত করা হয়।মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখায় উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, সমাজসেবায় ইমতিয়াজ আহমেদ বুলবুল, গবেষণায় আহমদ সিরাজ ও সাংবাদিকতায় মুজিবুর রহমান রঞ্জুকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান অনূভুতি ব্যক্ত করে বলেন, কমলকুঁড়ি আজ আমাকে যে সম্মাননা দিয়েছে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করলাম। এজন্য সম্পাদকসহ সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন ও পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।