চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপ আবারও সংঘর্ষে জড়ালো। বুধবার (৩১ মে) রাত সোয়া ১০টার দিকে শাখা ছাত্রলীগের দুই উপগ্রুপ সিএফসি আর সিক্সটি নাইনের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
জানা গেছে ঢাকা হোটেলে খাবার খেতে গিয়ে দুই পক্ষের দুই কর্মীর মধ্যে বাকবিতণ্ডা হয়। এ ঘটনার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
শেষ খবর পাওয়া পর্যন্ত উভয় গ্রুপের কর্মীদের মধ্যে একে অপরের দিকে ইটপাটকেল নিক্ষেপ চলমান রয়েছে। সিএফসির কর্মীরা শাহ আমানত হল ও সিক্সটি নাইনের কর্মীরা শাহজালাল হলের সামনে অবাস্থান করছে। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলমান রয়েছে।