দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

মৌলভীবাজারের নবাগত জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম কমলগঞ্জ উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, কর্মচারী, সেবাগ্রহীতা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্যব্যক্তিদের সাথে মত বিনিময় করেছেন।উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার(৩০ মে) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন।
উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের নবাগত জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছলম ইকবাল মিলন, সাধারণ সম্পাদক এড: এএসএম আজাদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম. মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম,কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, উপজেলা দুর্নীতি  প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল।
এসময় আলোচনায় অংশ নেন লেখক-গবেষক আহমদ সিরাজ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুনিম তরফদার, আনন্দ মোহন সিংহ, জয়নাল আবেদীন, কুল চন্দ্র তাঁতী, ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, আবদাল হোসেন,আসিদ আলী, আসিদ আলী, ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির সাধারন সম্পাদক এড. মো. সানোয়ার হোসেন, অধ্যাপক শাহাজান মানিক, প্রধান শিক্ষক মো. আব্দুল মুনিম, ইসলামিক ফাউণ্ডেশন এর ফিল্ড সুপারভাইজার মাও: ইকবাল হোসেন, গণমাধ্যম কর্মী শাব্বির এলাহী, চা শ্রমিক নেতা ধনা বাউরী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসককে ফুল দিয়ে বরণ করা হয়।
এর আগে মৌলভীবাজারের নবাগত জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কমলগঞ্জ পৌরসভা, উপজেলা ভূমি অফিস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও কমলগঞ্জ থানা পরিদর্শন করেন। এছাড়া তিনি ক্ষুদ্র নৃগোষ্ঠী গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ, কালবৈশাখী ঝড়ে এবং অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন এবং নগদ অর্থ বিতরণ করেন। বিকেলে মণিপুরি ললিতকলা একাডেমি ও হীড বাংলাদেশের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version