আজ আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস -২০২৩ উপলক্ষ্যে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত অবস্থায় শাহাদাতবরণকারী অফিসার/সৈনিক পরিবারের সদস্য ও আহতদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বাংলাদেশের শান্তিরক্ষীরা দেশে স্থিতিশীলতার পাশাপাশি সামাজিক দায়িত্বও পালন করেন বলে মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে আমরা সংঘাত নয়, শান্তি চাই। জাতির পিতার পররাষ্ট্রনীতি “সকলেরও সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়” সেটা আজও অনুসরণ করছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী আরও বলেন শান্তিপূর্ণ পরিবেশের কারণেই ভোটের অধিকার নিশ্চিত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।