স্টাফ রিপোর্টার : নেত্রকােনার কলমাকান্দায় আক্তার (১৭) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (২৭ মে ) দুপুরের দিকে উপজেলার পোগলা ইউনিয়নের পোগলা গ্রামের একটি জঙ্গলে কিশোরীর মৃতদেহ করা হয়। স্বপ্না আক্তার একই গ্রামের মানিক মিয়া ও মজিদা আক্তার দম্পতির মেয়ে এবং এবার দাখিল পরীক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় পরিবারের লোকজনের অজান্তে নিজ বাড়ি থেকে বের হয়ে যায় স্বপ্না আক্তার। বাড়ির লোকজন তাকে বাড়িতে দেখতে না পেয়ে আত্মীয়-স্বজনের বাড়ীসহ আশে পাশে অনেক খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে শনিবার সকালে নিজ বাড়ির উত্তর-পশ্চিম পার্শ্বে একটি জঙ্গলে ছেলে-মেয়েরা খেলাধুলা করতে গিয়ে দেখতে পায় জারুই গাছের ডালের ওড়না দিয়ে ঝুলে আছে স্বপ্না আক্তার। ডাকচিৎকারে বাড়ি ও আশপাশের লোকজন জড়ো হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে মৃতের মরদেহের সুরতহাল প্রতিবেদন করেন।
এ বিষয়ে কলমাকান্দা থানার ওসি আবুল কালাম সত্যতা নিশ্চিত করে জানান, পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।