মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে একটি গার্ডার ব্রিজ ও ঠেংগামারার পাটাবালী হতে পাঙ্গাশিয়া সড়কের ভিত্তিপ্রস্ত্রর স্থাপন করেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ড. আবদুস সোবহান গোলাপ।
শুক্রবার (২৬ মে) সকালে কালকিনি পৌরসভার ঠাকুরবাড়ি ও ঠেংঙ্গামারায় এ কাজের ভিত্তিস্থাপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, কালকিনি পৌর মেয়র এস.এম হানিফ, মাদারীপুর জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আসরাফ আলী খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার লোকমান হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান হাওলাদার, পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর অলিল হাওলাদারসহ আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।