শুক্রবার, জুন ৭, ২০২৪

কাঁঠাল গাছে যুবকের ঝুলন্ত লাশ

মৌলভীবাজারের বড়লেখার রশিদাবাদ চা বাগানে রাজিব চন্দ্র শীল (১৮) নামের এক সেলুন ব্যবসায়ীর রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। বাড়ির পাশের ঢালু জায়গায় কাঠাল গাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পান।

পরে বড়লেখা পুলিশকে বিষয়টি জানালে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এব্যাপরে ইউ ডি মামলা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে বড়লেখা উপজেলা দক্ষিণ ভাগ ইউনিয়নের রশিদাবাদ চা বাগানে খবর নিয়ে জানা যায়, রশিদাবাদ বাগানের চা শ্রমিক দয়াময় চন্দ্রের দ্বিতীয় ছেলে রাজিব চন্দ্র শীল এ বাগানে তার একটা সেলুন দোকান রয়েছে।

প্রায় ১বছর থেকে সেলুন দোকান দিয়ে সে দোকানে কাজ করে আসছে। রাজিবের মা ও প্রতিবেশী জানান সকালে ঘর থেকে বের হয় রাজিব।

সকালের খাওয়ার জন্য তাকে অনেক খোঁজাখুঁজি করে সকাল ১০টায় দেখতে পান তাদের বাড়ির ঢালু জায়গায় একটি কাঁঠাল গাছে গলায় রশি দিয়ে ঝুলানো নিথর দেহটি। পরে বড়লেখা থানা পুলিশকে অবহিত করা হয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এব্যাপারে বড়লেখা থানার এস আই স্বপন কান্তি দাসের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, চা শ্রমিককের ছেলে রাজিব আত্মহত্যা করেছে এব্যাপারে থানায় ইউ ডি মামলা হয়।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ

Exit mobile version
x
This Site Is Protected By
Shield Security