নীলফামারীর ডিমলায় জঙ্গিবাদ, সন্ত্রাস প্রতিরোধ সামাজিক সম্প্রতি প্রতিষ্ঠা এবং ইমাম ও আলেম সমাজের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২৪ মে)সকালে উপজেলার বিজয় চত্বরে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক-শিক্ষিকা, কেয়ারটেকারদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় ইসলামিক ফাউণ্ডেশন’র নীলফামারী জেলা শাখার উপ-পরিচালক এ কে এম জাকিউজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডোমার-ডিমলা(নীলফামারী-১)আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু,ডিমলা থানার অফিসার ইনচার্জ লাইছুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব ডিমলার সভাপতি সারোয়ার জাহান সোহাগ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু সায়েম সরকার,নীলফামারী জেলা সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন,উপজেলা মডেল কেয়ার টেকার মোঃ আলাকুল ইসলাম,উপজেলা সাধারণ কেয়ার টেকার মোঃ মকছেদুর রহমান সহ ডিমলা উপজেলার ২১৭ টি কেন্দ্রের শিক্ষকগণ।