ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বজ্রপাতে মোজাম্মেল হক (৩২) নামে এক ইটভাটা শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম। নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার দুপুরের দিকে উপজেলার গোয়ালনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহতের বাড়ি নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের সোনাতলা গ্রামে। তিনি ওই গ্রামের মতি মিয়ার ছেলে। গোয়ালনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজহারুল ইসলাম বলেন, দুপুরের দিকে আমার ইটভাটা থেকে কাজ করার পর বাড়িতে ফেরার পথে হঠাৎ বজ্রপাত হয়। তখন ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় আরো দুইজন আহত হয়।
অপরদিকে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের মেদির হাওরে কাজ করতে গিয়ে বজ্রপাতের শব্দে আতঙ্কিত হয়ে আরো এক কৃষকের মৃত্যু হয়েছে বলে দাবী স্থানীয়দের। তার নাম অলি মিয়া। তিনি আশুরাইল গ্রামের নমিজ উদ্দিনের ছেলে। বুড়িশ্বর ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল চৌধুরী বলেন বজ্রপাতে আতঙ্কিত হয়ে এক শ্রমিক মারা গেছে বলে আমি শুনেছি। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।