গোলাপ খন্দকার, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
বেসরকারী উন্নয়ন সংস্থা ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে হেকস- ইপার’র সহযোগিতায় ২০২৩-২০২৪ অর্থ বছরের জন্য নওগাঁর নিয়ামতপুরে অংশগ্রহনমূলক বাজেট সভা অনুষ্ঠিত হয়েরবিবার (২১ মে, ২০২৩) সকাল ১১ টায় উপজেলার চন্দননগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এই বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। ২০২৩-২০২৪ অর্থ বছরের জন্য রাজস্ব আয়- ৩৯,৫০, ৯৫০/- ও উন্নয়ন আয়- ২,৫৫,৪৭,৫৬২/- সহ মোট আয়= ২,৯৪, ৯৮,৫১২/-( দুই কোটি চুরানব্বই লক্ষ আটানব্বই হাজার পাঁচশত বার) টাকার রাজস্ব ও উন্নয়ন বাজেট ঘোষনা করার পাশাপাশি সম পরিমানে = ২,৯৪, ৯৮,৫১২/-( দুই কোটি চুরানব্বই লক্ষ আটানব্বই হাজার পাঁচশত বার) ব্যয় নির্ধারন সাপেক্ষে উম্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। উক্ত বাজেট অধিবসনে চন্দননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদি’র সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন, চন্দননগর ইউনিয়ন পরিষদের নারী প্লাটফর্র্মের সদস্য শ্রীমতি গীতা রানী, পলী রানী, রীতা পাহান, ইয়ুথ গ্রুপের সদস্য মিঠুন সরদার ও অর্পা বারো প্রমুখ। সভায় ২০২৩-২০২৪ অর্থ বছরের আয় ও ব্যয়ের বিবরনী উপস্থাপন করেন চন্দননগর ইউনিয়ন পরিষদের সচীব মোঃ মাহমুদ হাসান। বাজেট সভায় ওয়ার্ড পর্যায়ের সদস্য ও সম্ভাব্য করনীয় নিয়ে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সদস্য মোসাঃ মুসলেমা খাতুন,রুমা খাতুন, আইনূর খাতুন, ইউপি সদস্য নাজমূল হুদা, মইনুল ইসলাম, মতিউর রহমান, নজরুল ইসলাম, সফিকুল ইসলাম, আজিজার রহমান, গৌতম চন্দ্র বর্মন প্রমুখ বক্তব্য প্রদান করেন । অনুষ্ঠানের শুরুতে ডাসকো ফাউন্ডেশনের রিভাইভ প্রকল্পের সিডিও প্রদীপ কুমারের সঞ্চালনায় অনুষ্ঠানের সার্বিক দিক বিবেচনা করে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ডাসকোর উপজেলা অফিসার শামসুল হক ।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment