স্টাফ রিপোর্টার : দুই নারী সদস্যসহ তিনজন আন্তঃজেলা মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৪। রবিবার (২১ মে) সকাল ৮টার দিকে নেত্রকোনা পূর্বধলার শ্যামগঞ্জ বাজারের পাটবাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। তবে তাদের আটকের স্থান পাট বাজারের অংশটি নেত্রকোনা জেলার সীমানা সংলগ্ন ময়মনসিংহের গৌরীপুর থানাধীন। এসময় তাদের হেফাজতে থাকা ২০ কেজি গাঁজা উদ্ধার করে র্যাব।
আটকরা হলো- ব্রাহ্মনবাড়িয়ার কসবা থানাধীন আকছিনা গ্রামের মৃত জয়নাল আবেদীন ভুঁইয়া ছেলে মো. পারভেজ ভুঁইয়া ও একই থানাধীন সৈয়দপুর গ্রামের রুক্কু মিয়ার স্ত্রী আনোয়ারা (৫০) এবং হবিগঞ্জের বাহুবল থানাধীন হরিপাশা গ্রামের মাসুদের স্ত্রী শাহানা আক্তার (৪৫)। তবে শাহানা বর্তমানে ব্রাহ্মনবাড়িয়া কসবার বাগানবাড়ি এলাকায় বসবাস করেন।
ময়মনসিংহ র্যাব-১৪ এর অপারেশন ও মিডিয়া অফিসার সিনিয়র সহকারি পরিচালক মো. আনোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ তল্লাশী চৌঁকি পরিচালনা করে দুজন নারীসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক সক্ষম হয় র্যাব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তিরা গাঁজা ক্রয়-বিক্রির কথা স্বীকার করেছে। আটককৃতদের গৌরীপুর থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন বলে জানান তিনি।