চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে ঢাকা-১৭ আসন গত বৃহস্পতিবার শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ফলে এ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী কে হতে পারেন, তা নিয়ে নানা আলোচনা ও গুঞ্জন শুরু হয়ে গেছে।

রাজনীতিকদের মধ্যে তো অবশ্যই, রয়েছেন অভিনেতার উত্তরসূরি হিসেবে রুপালি পর্দার একাধিক অভিনেতাও।

এদিকে নায়ক ফারুক মারা যাওয়ার পর দিনই এ নায়কের ঢাকা-১৭ আসনে এমপি নির্বাচনের ঘোষণা দেন সিদ্দিকুর রহমান। শুধু তাই নয়, চলচ্চিত্রের মিয়া ভাইখ্যাত অসুস্থ হওয়ার পর পরই সিদ্দিক এমপি নির্বাচনের ইচ্ছা পোষণ করে নিজেকে জানান দেন।

এই আসনে নির্বাচনের কারণ হিসেবে সিদ্দিকুর রহমান বলেন, এই এলাকার প্রয়াত এমপি একজন শিল্পী ছিলেন। সুতরাং একজন শিল্পীর জায়গায় আরেকজন এলে ভালো হয়। এ ছাড়া আমি দুই যুগ ধরে এ এলাকায় বাস করছি; স্থায়ী বাসিন্দা। ফলে এখানে আমি কর্মী বাহিনী তৈরি করেছি। এই এলাকার মানুষের সঙ্গে একটা বোঝাপড়া তৈরি হয়েছে।’

এর আগে বিভিন্ন গণমাধ্যমে সিদ্দিক বলেন, ‘এই এলাকা থেকে নির্বাচিত সংসদ সদস্যরা এলাকাটির জন্য তেমন কাজ করেননি। অসুস্থতার জন্য কাজ করার সুযোগ পাননি চিত্রনায়ক ফারুক ভাই। আমি মনোনয়ন পেলে তার অসমাপ্ত কাজ সম্পন্ন করতে পারব।’

Share.
Leave A Reply

Exit mobile version