স্টাফ রিপোর্টার : নেত্রকোনার মদনে এরশাদ মিয়া (৩০) নামে এক প্রবাস ফেরত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি মদন পৌরশহরের বাটি মনোয়ারপুর গ্রামের সুরুজ্জামানের ছেলে। এ মৃত্যুকে ঘিরে স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে রহস্য। শনিবার (২০ মে) সকাল ৮টার দিকে খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ।
এরশাদ মিয়া দীর্ঘদিন ওমানে প্রবাস জীবন কাটিয়ে গত পাঁচ বছর আগে দেশে ফিরে বিয়ে করে এলাকায় থেকে যান। বিয়ের কয়েক মাসের মাথায় স্ত্রী তাকে তালাক দিয়ে চলে যায়। পরে আর বিয়ে করেননি এবং দুটি বাল্কহেড (ইঞ্জিন চালিত স্টীলের নৌকা) কিনে বালুর ব্যবসা শুরু করেন তিনি।
পুলিশসহ স্থানীয়রা এ মৃত্যুকে রহস্যজনক মনে করছেন। তাদের ধারনা ঘরের আড়ার সাথে কেউ ঝুলে আত্মহত্যা করলে মৃতে ব্যক্তির হাত নিচের দিকে প্রায় সোজাসুজি ঝুলন্ত থাকার কথা। কিন্তু এরশাদ মিয়ার হাত কোমরের পেছনে প্যান্টের ভেতরে ঢুকানো ছিল।
মদন থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান বলেন, সন্দেহ পোষণ হওয়াতে মৃতদেহ ময়না তদন্তের জন্য নেত্রকোনা সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান তিনি।