স্টাফ রিপোর্টার : নেত্রকোনার দুর্গাপুরে ইয়ুথ কেয়ার চ্যারিটি ফাউন্ডশেনরে আয়োজনে অনুষ্ঠিত হলো হাজং যুব সন্মলেন। শুক্রবার (১৯ মে) দিনব্যাপী দুর্গাপুর পৌর শহরের ললিত বিপিন হাজং ছাত্রাবাস মিলনায়তনে শেরপুর, ময়মনসিংহ, সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার হাজং সম্প্রদায়ের শিক্ষার্থীদের অংশগহণে এ সম্মলেন অনুষ্ঠিত হয়।
পবিত্র গীতা পাঠরে মাধ্যমে হোস্টেল সুপার অবনীকান্ত হাজং এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে অংশ নেন তরুন সমাজ সবেক ও যুবনেতা অন্তর হাজং। অন্যদের মধ্যে আলোচনা করেন, ইয়ুথ কেয়ার চ্যারিটি ফাউন্ডশেনের সাধারণ সম্পাদক রুপিন্দ্র হাজং, যুব নেতা শাওন হাজং, পুষ্পা রানী হাজং প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, হাজং শিক্ষার্থীদের উন্নত জীবন-মান গঠনে আমাদের করনীয় কি? সে বিষয়ে নতুন করে ভাবতে হবে। হাজং জাতিগোষ্ঠীকে এগিয়ে নিতে হলে হাজং শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে মানবিক মানুষ হতে হবে। তোমরা আগামী দিনের ভবিষ্যত, কাজেই এখনই সময় এগিয়ে আসার।
আলোচনা শেষে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, হাজং জাতিগোষ্ঠির উন্নয়নে শপথ গ্রহণসহ সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সন্মেলন সমাপ্ত হয়।