মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি অজগর উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। বৃহস্পতিবার (১৮ মে) রাতে উপজেলার কালিঘাট ইউনিয়নের ভাড়াউড়া চা বাগান থেকে সাপটি উদ্ধার করা হয়।
বন্যপ্রানী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব (সজল) জানান, রাত ৮টার দিকে ভাড়াউড়া চা বাগানের মন্দির সংলগ্ন সড়কে একটি অজগর দেখতে পায় স্থানীয়রা। পরে তারা বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দিলে তারা সাপটি উদ্ধার করেন।
শ্রীমঙ্গলের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার মিত্র জানান, সাপটি আমাদের কার্যালয়ে রাখা হয়েছে। পরে এটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।
Share.
Leave A Reply

Exit mobile version