শুক্রবার, জুন ২৮, ২০২৪

প্রথম স্ত্রী কর্তৃক স্বামীকে হত্যা; যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

যা যা মিস করেছেন

স্টাফ রিপোর্টার : প্রথম স্ত্রী কর্তৃক শাহজাহান (৫৫) হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. সেকান্দার আলীকে (৪০) গ্রেফতার করেছে র‌্যাব-১৪। বুধবার (১৭ মে) দিনগত রাত আড়াইটার দিকে গাজীপুর জেলার কাশিমপুরের জিরানী এলাকা থেকে তাকে আটক করা হয়।

ধৃত আসামি মো. সেকান্দার আলী ময়মনিসংহের ফুলবাড়ীয়া উপজেলার শ্রীপুর গ্রামের মৃত রাজ মাহমুদ ফকিরের ছেলে। আর ভুক্তভোগী নিহত শাহজাহান একই গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। নিহতের প্রথম স্ত্রী সাজেদা খাতুনের দেওয়া অর্থে বিনিময়ে আসামি ভুক্তভোগীকে হত্যা শেষে লাশ কূপের ভেতর ফেলে দেয়।

বৃহস্পতিবার (১৮ মে) সকালে এসব তথ্য জানান র‌্যাব-১৪ (সিপিএসসি) এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারি পুলিশ সুপার এম.এম. সবুজ রানা।

তিনি জানান, দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ফুলবাড়ীয়ার রাঙ্গামাটিয়া গ্রামে বসবাস করায় প্রথম স্ত্রী সাজেদা খাতুনের সাথে শাহজাহানের পারিবারিক দ্বন্ধ চলে আসছিল। এরই জেরে স্বামীকে হত্যার জন্য প্রথম স্ত্রী অর্থের বিনিময়ে সেকান্দারকে ভাড়া করে। ২০১৬ খ্রিস্টাব্দের সন্ধ্যা ৭টার দিকে ভুক্তভোগীকে কুপিয়ে হত্যা করে এবং বাড়ির পাশে পুরাতন একটি কূপের ভেতর ফেলে চলে যায় সেকান্দার।

তিনি আরও জানান, ঘটনাকে প্রভাবিত করতে প্রথম স্ত্রী নিজে বাদী হয়ে ফুলবাড়ীয়া থানায় মামলা দায়ের করেন। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তিন মাস তদন্ত শেষে সেকান্দারকে গ্রেফতার করে। পরে কূয়া থেকে ভুক্তভোগীর লাশ উত্তোলন করা হয়। আদালতে ১৬৪ ধারায় হত্যার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে সেকান্দার। আদালত হত্যাকান্ডের জন্য সেকান্দার আলীকে যাবজ্জীবন সাজা এবং লাশ গুম করার অপরাধে আরও সাত বছরের কারাদন্ড প্রদান করেন।

সেকান্দার আলী জামিনে আসার পর নিজের পরিচয় গোপন করে গাঁ ঢাকা দিয়ে ছদ্মবেশে পালিয়ে ছিল। গ্রেফতারকৃত আসামীকে আদালতে প্রেরণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করার কথা জানান র‌্যাবের এই কর্মকর্তা।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security