তাসলিমুল হাসান সিয়াম,গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে সাগর চন্দ্র (৩৫) নামে এক যুবককে নোয়াখালির চাটখিল এলাকা থেকে গ্রেফতার করেছে গাইবান্ধা র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ১৩ এর সদস্যরা। গ্রেফতারকৃত সাগর চন্দ্র (৩৫) গাইবান্ধা সদর উপজেলার কাশদহ গ্রামের মৃত ঝরু রাম চন্দ্রের ছেলে ।
১৮ মে বৃহস্পতিবার রাত ৮ টায় র্যাব কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে গাইবান্ধা র্যাব ১৩ কোম্পানি কমান্ডার এ,কে এম আসিফ উদ দৌলা জানান গত ১৮ই এপ্রিল ধর্ষনের শিকার মানসিক প্রতিবন্ধী কিশোরী বাড়ীর পিছনে গাছের নার্সারিতে খেলা করার জন্য গেলে আসামী সাগর চন্দ্র (৩৫) ভিকটিমকে মেহেদী কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে গাইবান্ধার কাশদহ সাকিনস্থ গাছের নার্সারী বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষন করে। ধর্ষন করার সময় মানসিক প্রতিবন্ধী ঐ কিশোরীর চিৎকারে আত্বীয় স্বজনরা শুনতে পেয়ে ধর্ষক সাগর চন্দ্র কে ধরতে গেলে সেখানে আসার আগেই পালিয়ে যায়। এতে গত ২৭ এপ্রিল ভিকটিমের মা গাইবান্ধা জেলা সদর থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করে।
এরই ধারাবাহিকতায় ১৭ মে ২০২৩ ইং তারিখ র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্প ও র্যাব-১১, সিপিসি-৩ এর আভিযানিক দলের যৌথ নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ধর্ষন মামলার এজাহার নামীয় প্রধান আসামী সাগর চন্দ্রকে নোয়াখালী জেলার চাটখিল থানা এলাকা থেকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামী স্বীকার করে দীর্ঘদিন যাবৎ আত্বগোপন করে বারবার তার অবস্থান পরিবর্তন করত। ধৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।