স্টাফ রিপোর্টার : নেত্রকোনার দুর্গাপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানরে সুযোগ্য কন্যা, বর্তমান সরকাররে সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩তম স্বদশে প্রত্যার্বতন দিবস পালিত হয়েছে। উপজেলা আ‘লীগের উদ্দ্যোগে বুধবার (১৭ মে) দুপুরে নানা আয়োজনে এ দিবস পালিত হয়।
এ উপলক্ষে দলীয় কার্যালয় চরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে উপজেলা আ.লীগের সভাপতি ওসমান গণি তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে অন্যদের মধ্যে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. শফিকুল ইসলাম শফিক, উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, এমদাদুল হক খান, সাবেক পৌর মেয়র কামাল পাশা, শ. ম জয়নায় আবেদীন, আ.লীগ নেতা এডভোকেট মো. মুজিবুর রহমান, নাজমুল সায়াদাৎ বাবুল, বিপ্লব মজুমদারসহ আ.লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ বক্তব্য রাখেন।
বক্তার বলেন, নিজের দেশকে ভালোবেসে ১৯৮১ সালের ১৭ মে দেশে ফেরার পর দেশের মানুষের ভাগ্য উন্নয়নে যে কথা দিয়েছিলেন, বঙ্গববন্ধুকন্যা শেখ হাসিনা সেই কথা রেখেছেন। বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, রায়ও কার্যকর হয়েছে। টানা তৃতীয় বারসহ চতুর্থ বার প্রধানমন্ত্রীর আসনে থেকে দেশকে সারা বিশ্বের সামনে উন্নয়নের রোল মডেলে হিসেবে তুলে ধরেছেন।
একের পর এক চ্যালেঞ্জ মোকাবিলা করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারকে এক মজবুত ভিত্তির ওপর দাঁড় করিয়েছেন। দেশের এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনেও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে সকলকে এক হয়ে কাজ করার আহবান জানান বক্তারা।