আরিফুর রহমান, ঝালকাঠি।।
ঝালকাঠির রাজাপুরে ১২ বছর বয়সী কিশোরীকে রাস্তা থেকে তুলে নিয়ে জোরপূর্বক ধর্ষনের অভিযোগে মোঃ সাকিব (২২)নামে প্রধান আসামীকে গ্রেফতার করেছে র্যাব
গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর তেজগাঁও হতে গ্রেফতার করে র্যাব ৮ ও র্যাব ১০ এর সদস্যরা।বুধবার (১৭ মে) বিকেলে র্যাব-৮ এর ১ নম্বর সিপিএসসির কমান্ডার মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম এ তথ্য জানান।
গ্রেফতার সাকিব রাজাপুর উপজেলার বদনিকাঠি এলাকার মৃত নুরুর ছেলে।
বরিশাল র্যাব-৮ সূত্র জানায়,গত ৫ মে ওই কিশোরী তার খালার বাড়ি হতে নিজ বাড়িতে ফেরার পথে রাজাপুর বাইপাস মোড় রাস্তা হতে তুলে মুখে গামছা বেধেঁ বাগানের মধ্যে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে ফেলে রেখে পালিয়ে যায়। পরে ওই কিশোরী তার পরিবারকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করার কথা জানায়।পরে ওই কিশোরীর পিতা মোঃ সাকিবকে প্রধান আসামী করে একটি মামলা দায়ের করেন।
সিপিএসসির কমান্ডার মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘ তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ঝালকাঠি জেলার রাজাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।