কে. এম. সাখাওয়াত হোসেন : আপন মেয়েকে (১৪) বিভিন্ন সময়ে একাধিকবার ধর্ষণ করেন জন্মদাতা বাবা। পরে ভূক্তভোগীর শারীরিক পরিবর্তন দেখা দিলে ভুক্তভোগীর বড় ভাই বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেন। এমন ঘটনায় ধর্ষক মো. জিল্লুর রহমানকে (৪৮) গ্রেফতার করেছে র্যাব-১৪। ধর্ষক বাবা কিশোরগঞ্জের সদর উপজেলার মধুরদিয়া (চৌদ্দশত) গ্রামের মৃত আ. মোতালিবের ছেলে।
মঙ্গলবার (১৬ মে) ভোর ৩টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১৪ (সিপিসি-২) এর কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিকনায়ক মেজর শাহরিয়ার মাহমুদ খানের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করেন। পরে মধুরদিয়া (চৌদ্দশত) গ্রাম হতে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হন।
এর আগে গত সোমবার (১৫ মে) ভুক্তভোগীর বড় ভাই বাদী হয়ে কিশোরগঞ্জ সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা দায়ের করেন।
র্যাব জানায়, গত বছরের নভেম্বর ৫ তারিখ দুপুর ২ ঘটিকা ছাড়াও বিভিন্ন তারিখ ও সময়ে ভুক্তভোগীকে তার বাবা নিজেদের বসত ঘরে ধর্ষণ করে। কাউকে না জানানোর জন্য ভয়ভীতিসহ পরে ভুক্তভোগীকে আরো একাধিকবার ধর্ষণ করে। পরবর্তীতে শারিরীক অবস্থার পরিবর্তন ঘটলে ভুক্তভোগী তার পরিবারের সদস্যদেরকে জানায়। বড় ভাই ভুক্তভোগীর আল্ট্রাস্নো করালে ২৭-২৮ সপ্তাহের গর্ভবর্তী প্রতিয়মান হয়।
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আপন নাবালিকা মেয়েকে ধর্ষণের কথা স্বীকার করেছে। আটককৃত ধর্ষককে কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।