স্টাফ রিপোর্টার : নেত্রকোনার দুর্গাপুরে শ্যামগঞ্জ-বিরিশিরি আঞ্চলিক মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশাকে পেছন দিক থেকে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় অটোচালক ও এর এক যাত্রী নিহত হয়েছেন। সোমবার (১৫ মে) দিনগত রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। এরআগে একই দিন বিকেল ৫টার দিকে দুর্গাপুরের কৃঞ্চেরচর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কাকৈরগড়া ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামের চাঁন মিয়ার স্ত্রী আছিয়া খাতুন (৫০) ও একই এলাকার অমর আলীর ছেলে অটোচালক সাদেক মিয়া (৫০)। এছাড়াও গুরুতর আহত আরও দুজন অটোযাত্রী হলেন একই গ্রামের বকুল নাহার (৪০) ও রাশিদা খাতুন (৩২)।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে অটোরিকশাযোগে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলো তারা। পথে শ্যামগঞ্জ-বিরিশিরি মহাসড়কের কৃষ্ণেরচর বাজার এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা একটি দ্রুতগামী বালু বোঝাই ট্রাক অটোরিকশাকে পেছন দিকে থেকে ধাক্কা দেয়। এসময় অটোচালকসহ এর চারজন যাত্রী গুরুতর আহত হন। এরমধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় উন্নত চিকিৎসার জন্য মমেক হাসপাতালে রেফার্ড করেন দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্ত্যরত চিকিৎসক। পরে ওইদিন রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।
দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ নূরুল আলম জানান, ঘটনার পরপরই ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। তবে এর চালক পালিয়ে গেছেন। অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।