যথাযথ সম্মানের সাথে যশোরে পালিত হয়েছে বিশ্ব মা দিবস।
আজ রবিবার (১৪ মে) বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংস্কৃতিক সংগঠন শেকড় মা দিবসের আয়োজন করে।
সংগঠনের সভাপতি অ্যাঞ্জেলা গোমেজ -এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক জনাব তমিজুল ইসলাম খান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তন্দ্রা ভট্টাচার্য।বক্তব্য রাখেন মা দিবস উদযাপন পরিষদের আহ্বায়ক নারী নেত্রী হাবিবা শেফা এবং যুগ্ম আহ্বায়ক অর্চনা বিশ্বাস।
মা দিবস উপলক্ষেবিকালে অনুষ্ঠিত হয় মা ও শিশুদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা এবং মাকে নিয়ে সংগীত, নাটক ও কবিতা আবৃত্তি।সর্বশেষে ৫জন রত্নগর্ভা মাকে দেওয়া হয় বিশেষ সম্মাননা।
সম্মাননা পাওয়া পাঁচ রত্নগর্ভা মা হচ্ছেন -রেবা রানী সোম, তৌহিদা পারভীন, জীবন নেছা, সুফিয়া খানম ও তৈয়বা কামরুন নাহার।