স্টাফ রিপোর্টার : নেত্রকোনার কলমাকান্দায় ২৩০ পিস ইয়াবাসহ খোকন মিয়া (৪৬) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ।
রবিববার (১৪ মে) ভোরে কলমাকান্দা উপজেলার নক্তিপাড়া গ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়। সে ওই গ্রামের মৃত আরিজ উদ্দিনের ছেলে।
কলমাকান্দার সিধলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ এনামুল হক জানান, আটক খোকন মাদক কারবারি। সে সুকৌশলে তার নিজ বাড়ীতে মাদক বিক্রি করে আসছিল । গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ-সময় তার দেহ তল্লাশি চালিয়ে ২৩০ পিস ইয়াবা জব্দ করা হয়। দুপুরে মামলা দায়েরর পর খোকনকে বিকেলে জেলা আদালতে পাঠানো হয়েছে।