স্টাফ রিপোর্টার : ‘‘শেখ হাসিনার দীক্ষা-মান সম্মত শিক্ষা’’ এ প্রতিপাদ্যে নানা আয়োজনে নেত্রকোনার দুর্গাপুরে শুরু হয়েছে জাতীয় শিক্ষা সপ্তাহ। শনিবার (১৩ মে) সকাল থেকে ৩টি ভ্যানুতে দুইদিন ব্যপি শুরু হয় এ প্রতিযোগিতা।
এ উপলক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত রচনা, হামদনাত, উপস্থিত বতৃতা, নৃত্য ও বিভিন্ন বিষয়ের সংগীত প্রতিযোগিতার পুর্ব আলোচনা সভায় একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় আলোচনা করেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মেহের উল্লাহ, দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক আব্দুল আজিজ, প্রভাষক মো. ওবায়দুল্লাহ, শারমিন সুলতানা তানি, প্রধান শিক্ষক বাসন্তী রানী সাহা, মো. ফজলুল হক, সহ: শিক্ষক পীযুষ কান্তি সাহা, এআর খান রাসেল প্রমুখ।
বক্তারা বলেন, দেশের সকল ক্ষেত্রে মান সম্মত শিক্ষার কোন বিকল্প নাই। ইতোমধ্যে বর্তমান সরকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষাবৃত্তি চালু, মেধা অন্বেষণ প্রতিযোগিতাসহ শিক্ষা বিষয়ে নানা পরিকল্পনা গ্রহণ করেছেন। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নৈতিক শিক্ষাদানসহ শিক্ষার্থীদের নানা বিষয়ে মেধাবী করে তুলতে উপস্থিত শিক্ষকদের অনুরোধ জানানো হয়।