কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের প্রবাসী ফাউন্ডেশনের উদ্যোগে ১৫০ জন নারী ও পুরুষদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। আজ দুপুরে বনগ্রাম স্কুল এন্ড কলেজ মাঠে বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত ডিআইজি,বঙ্গবন্ধু হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাহার আকন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহস্রাম ধুলদিয়া ইউপির চেয়ারম্যান আবুল কাশেম আকন্দ,জেলা যুবলীগ নেতা লুৎফর রহমান রানা,আওয়ামী লীগ নেতা সাইফুল্লাহ জামান সরকার,আব্দুল কাইয়ুম আকন্দ,প্রবাসী সংগঠনের আয়োজক সুজন মিয়া প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শফিক সরকার।
প্রবাসী সংগঠন এর অন্যতম নেতা,ভিটিপাড়া গ্রামের কৃতিসন্তান জাহাঙ্গীর আলম বলেন,আমাদের সংগঠনের উদ্যোগে এই অনুদানের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।