মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা’র নির্দেশক্রমে বাংলাদেশ আওয়ামী লীগ নীলফামারীর ডিমলা উপজেলা শাখার সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(১২ মে)বিকেলে ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ডোমার-ডিমলা (নীলফামারী-১) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার এমপি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যদেন কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ সভাপতি,বাংলাদেশ আওয়ামী লীগ,নীলফামারী জেলা শাখা।
প্রধান বক্তা ছিলেন এ্যাডভোকেট মমতাজুল হক সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ,নীলফামারীর জেলা শাখা ও চেয়ারম্যান, জেলা পরিষদ নীলফামারী।
এসময় উপজেলা ও দশটি ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু। শেষে উপস্থিত নেতৃবৃন্দের হাতে দলীয় টিকেট তুলে দিয়ে সদস্য পদ নবায়ন করা হয়।