স্টাফ রিপোর্টার : নেত্রকোনার কেন্দুয়া উপজেলা থেকে দেশীয় তৈরী পাইপগানসহ দুই অস্ত্রধারীকে আটক করেছে র্যাব-১৪। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাহিদপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে। এসময় তাদের একজনের কাছ থেকে একটি মোবাইল ও দুটি সীমকার্ড জব্দ করে র্যাব।
আটকরা হলো- উপজেলার সান্দিকোনা ইউনিয়নের সাহিদপুর গ্রামের মৃত আরাধন বর্মনের ছেলে সুভ্রত বর্মন (২৮) ও একই গ্রামের মৃত সতিষ চন্দ্র বিশ্বসর্মার ছেলে রিপন চন্দ্র বিশ্বসর্মা (৩৫)।
বৃহস্পতিবার (১১ মে) দিনগত রাত ১২টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র্যাব-১৪ (সিপিসি-২) এর উপ-পরিচালক মেজর মো. শাহরিয়ার মাহমুদ। এরআগে অস্ত্রধারীদেরকে একই দিন রাত সোয়া ৮টার দিকে আটক করতে সক্ষম হয় র্যাব।
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা নিজেদের হেফাজতে অস্ত্র রাখার কথা স্বীকার করেছে। অস্ত্রধারীদের বিরুদ্ধে কেন্দুয়া থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।