স্টাফ রিপোর্টার : নেত্রকোনার দুর্গাপুরে স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার এর পিতা ‘‘নগেন্দ্র মজুমদার এর স্মরণে’’ এক টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট এর আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ মে) দুপুরে সুসঙ্গ সরকারি কলেজ মাঠে নানা আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন তারই পুত্র এমপি মানু মজুমদার।
উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সাধারণ সম্পাদক সাদ্দাম আকঞ্জির আয়োজনে উদ্বোধনী খেলায় স্থানীয় দুটি দল অংশগ্রহন করে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সুসঙ্গ সরকারি কলেজের অধ্যক্ষ মো. আইনুল হক, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, যুবলীগ সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক সম্পাদক সাদ্দাম আকঞ্জি, আ‘লীগ নেতা বিপ্লব মজুমদার প্রমুখ।
এমপি মানু মজুমদার বলেন, খেলাধূলা মানুষের মনকে সুন্দর করে। সেইসাথে অন্যায় ও অপরাধ মূলক কর্মকান্ড, মাদকের ভয়াবহতা থেকে যুব সমাজকে বিরত রাখে। সমাজকে সুন্দর রাখতে যুব সমাজ কে লেখাপড়ার পাশাপাশি খেলাধূলার সাথে জড়িত থাকার আহবান জানান তিনি।