স্টাফ রিপোর্টার : গাঁজা ও ফেন্সিডিলসহ মো. রতন মিয়া (৪৫) ও আব্দুল্লাহেল কাফি জাকারিয়া (৩৯) নামে দুই মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৪। গোপন সাংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানাধীন শরীয়তনগর গ্রামের ফেরীঘাট এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
মো. রতন মিয়া ব্রাহ্মণবাড়িয়ার শরীয়তনগর গ্রামের বাদল মিয়ার ছেলে এবং আব্দুল্লাহেল কাফি জাকারিয়া নরসিংদী সদরে আসমান্দীরচরের মো. তাহেরের ছেলে। তাদের কাছ থেকে চার কেজি গাঁজা ও ৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে র্যাব।
ধৃত আসামীরা দীর্ঘদিন যাবত ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা হতে চোরাচালানের মাধ্যমে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও ফেন্সিডিল সংগ্রহ করে। এসব মাদক দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করার কথা স্বীকার করেছে।
বুধবার (১০ মে) বেলা ১১টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র্যাব-১৪ (সিপিসি-২) এর ভৈরব ক্যাম্পের স্কোয়াড কামান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী।
তিনি আরও জানান, জব্দকৃত মাদকদ্রব্য ও আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।