স্টাফ রিপোর্টার : শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাই পথে আনা ১৯০ পিস চকোলেট ফ্লেভার বোতল ও এক হাজার ৪৪০ পিস ভারতীয় সাবান জব্দ করেছে পুলিশ। নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরের উৎরাইল বাজার এলাকা থেকে এসব মালামালসহ তিনব্যবসায়ীকে আটক করা হয়।
বুধবার বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় তাদেরকে আদালতে প্রেরণ এবং এরআগে গত মঙ্গলবার দিনগত রাতে তিন ব্যবসায়ীকে আটক করে পুলিশ।
আটকরা হলেন, নওগাঁ জেলার হাপানিয়া গ্রামের মো. জামাল হোসেনের ছেলে মো. হাসান আলী (৩৪), চাঁপাইনবাবগঞ্জ জেলার বালিয়াডাঙ্গা গ্রামের মো. আতাউর রহমানের ছেলে শাহীন আকতার নাদিম (৪৪) ও কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামের সোহেল রানার ছেলে অনিক মিয়া (৩৫)। জব্দকৃত মালমালের বাজারমূল্য দুই লাখ ২৯ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার বাদী মোহাম্মদ আবু রায়হান জানান, শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে মালমাল আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে ওই মালামাল এবং পিকআপসহ তিনজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।