স্টাফ রিপোর্টার : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আয়োজনে দুর্গাপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করেছে। মঙ্গলবার (৯ মে) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ভবনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
এ উপলক্ষে একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায়, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ খলিফা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌর আরা ঝুমা তালুকদার।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ভার:) মো. আরিফুল ইসলাম, পৌর মেয়র আলহাজ্ব মাও: আব্দুস সালাম, দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, উপজেলা আ’লীগের সাদারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, এমদাদুল হক খান, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, আব্দুল ওয়াহেদ, মো. সিরাজুল ইসলাম, মো. আব্দুল জব্বার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার প্রমুখ।