স্টাফ রিপোর্টার : ‘‘এসো শ্যামল সুন্দর’’ এই প্রতিপাদ্যে বিশ্ব বাঙালির স্মরণীয় ও বরণীয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মজয়ন্তী পালিত হয়েছে। উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে সোমবার (৮ মে) বিকেলে সর্বস্তরের অংশগ্রহনে এ জন্মজয়ন্তী পালিত হয়।
এ উপলক্ষে একাডেমি মিলনায়তনে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম এর সভাপতিত্বে একাডেমির সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকনের সঞ্চালনায় কবির জীবনাদর্শ ও সৃষ্টি নিয়ে আলোচনা করা হয়।
এতে উপজেলা কৃষি অফিসার মো. মাহবুবুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীরেশ্বর চক্রবর্ত্তী, বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, অ্যাডভোকেট মানেশ সাহা, সঙ্গীত শিক্ষক তন্ধী চক্রবর্ত্তী প্রমুখ।
আলোচনা শেষে একাডেমির শিল্পীরা নাচ, গান ও কবিতার মধ্যদিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।