মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে মোল্লারহাট উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত ভবন ও কয়ারিয়া ঈদগাহ উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৮ মে) দুপুরে কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নে এ ভবনের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ড. আবদুস সোবহান গোলাপ।
এসময় উপস্থিত ছিলেন, কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, কালকিনি উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) কায়েসুর রহমান, জেলা মাধ্যমিক শিক্ষা প্রকৌশলী তানভীর ইসলাম, কালকিনি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আওলাদ হোসেন মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার লোকমান হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান হাওলাদার, সিডিখান ইউনিয়নের চেয়ারম্যান চান মিয়া শিকদার, রমজানপুর ইউনিয়নের চেয়ারম্যান বিএম মিল্টন ইব্রাহিম সহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।