স্টাফ রিপোর্টার : বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন উপলক্ষে নেত্রকোনায় পতাকা উত্তোলন, আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান অসিত কুমার সরকার সজলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, মানুষের কল্যাণ করাই জননেত্রী শেখ হাসিনার একমাত্র উদ্দেশ্য। তিনি বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মানিকসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যগণ ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।