নীলফামারীর ডিমলায় অধিক ফলনশীল মাহিকো ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের হিরো মীম-৪৫২৩ জাতের ভুট্টার মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ মে)বিকেলে উপজেলার ফুটানির হাট এলাকার আরিফ সরকারের মাঠে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

মাঠ দিবস অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাহিকো ইন্টারন্যাশনালের ইয়েস কান্ট্রি ডিরেক্টর কৃষিবিদ গোলাম মোস্তফা, এক্সিকিউটিভ অফিসার আল আমিন,মার্কেটিং অফিসার নাজমুল হক, কৃষক আরিফ সরকার প্রমুখ।এ সময় স্থানীয় ৫০-৬০ জন কৃষক উপস্থিত ছিলেন।

মাহিকো ইন্টারন্যাশনালের ইয়েস কান্ট্রি ডিরেক্টর কৃষিবিদ গোলাম মোস্তফা বলেন, মাহিকো ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের হিরো মীম-৪৫২৩ জাতের ভুট্টা ৩০ শতাংশের এক বিঘা জমিতে চাষ করতে খরচ হয় ১০ থেকে ১২ হাজার টাকা। আর এক বিঘার জমি থেকে যে ভুট্টা উৎপাদিত হবে ৪০ থেকে ৪৫ মণ। ফলে কৃষকরা অধিক লাভবান হবেন।

Share.
Leave A Reply

Exit mobile version