কে. এম. সাখাওয়াত হোসেন : নেত্রকোনা বারহাট্টায় স্কুল থেকে বাড়িতে ফেরার পথে প্রকাশ্য দিবালোকে বখাটের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন ১০ শ্রেণির ছাত্রী মুক্তি রানী বর্মণ (১৫)। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (৪ মে) হত্যকারী নরপশুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে নেত্রকোনা পৌরশহরে পৃথক সময় ও স্থানে প্রতিবাদী মানবন্ধন কর্মসূচী পালিত হয়।
২৪ ঘন্টার মধ্যে মূলহোতাকে আটকের জন্য পুলিশকে ধন্যবাদ জানিয়ে মানববন্ধনে বক্তারা বলেন, হত্যাকারীর বয়স ১৮ বছরের বেশি হবে। প্রকৃত বয়স নিয়ে যেন লুকোচুরি না করা হয়। আইন প্রয়োকগারী সংস্থার ব্যক্তিবর্গ মামলায় সঠিক বয়স দেখালে হত্যারকারীর জেলে যাবে। কিশোর বয়সি দেখানো হলে স্থান হবে সংশোধনাগারে। দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তারা।
নিহত মুক্তি বর্মণ বারহাট্টার প্রেমনগর ছালিপুরা গ্রামের নিখিল চন্দ্র বর্মণের মেয়ে ও প্রেমনগর ছালিপুরা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী এবং বারহাট্টা নারী প্রগতি সংঘের ইয়ুথ গ্রুপের সদস্য ছিল। ঘাতক কাউসার (১৮) একই গ্রামের সামছু মিয়ার মিয়া ছেলে।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে পৌরসভার সামনের সড়কে জেলার সকল সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধনে বক্তব্য দেন, জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাসিব ইবনে হান্নান রিদম, নেত্রকোনা সরকারি কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি সৈয়দ আল রাকিব, সহ-সভাপতি মেহেদি হাসান সৌরভ ও যুগ্ম-সাধারণ সম্পাদক সিথির ধর গুপ্ত।
এছাড়াও অন্যদের মাঝে বক্তব্য প্রদান করেন, স্টেজ ফর ইয়ুথ ফাউন্ডেশন জেলা শাখার সভাপতি আব্দুর রহমান ঈশান, আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র তাসাব্বির হাসান খান, জুবায়ের হাসান, মিফতাহুল ইসলাম আরিক, দত্ত উচ্চ বিদ্যালয়ের ফারদিন ইসলাম, বিশাল সাহা রায়সহ আরো অনেকে।
এর আগে একই দিন বেলা ১১টার দিকে জেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাংলাদেশ মহিলা পরিষদ নেত্রকোনা শাখা মানববন্ধন কর্মসূচী পালন করে।
এতে আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক তাহেজা বেগমের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধনেবক্তব্য রাখেন- নারী নেত্রী অধ্যাপক নেলী বড়ূয়া, জেলা সুজনের সভাপতি শ্যামলেন্দু পাল, উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি মো. মোস্তাাফিজুর রহমান খান, রবীন্দ্র সঙ্গীত সম্মেলন পরিষদের সভাপতি পূরবী কুন্ডু, জেলা আ.লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. শহিদুল্লাহ, আবু আব্বাছ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো. নাজমুল কবির সরকার, প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর সাধারণ সম্পাদক চিন্ময় তালুকদার, জলসিঁড়ি পাঠাগারের পরিচালক দীপক সরকার, সাংবাদিক পল্লব চক্রবর্তী, সাংবাদিক চন্দন চক্রবর্তী প্রমুখ।