বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) কর্তৃক উদ্ভাবিত উচ্চ ফলনশীল প্রিমিয়াম কোয়ালিটির বোরো ধানের জাত বিনাধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণের লক্ষে ঝালকাঠির নলছিটিতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ মে) সকাল ১০টায় রহমতপুর বিনা উপকেন্দ্রের আয়োজনে ও উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় উপজেলার দপদপিয়া ইউনিয়নের বটতলা এলাকায় এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
বিনা’র মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের পিপিসি অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. রুহুল আমিন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. শওকত ওসমান, বিনা’র উদ্ভিদ প্রজনন বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. সাকিনা খানম, ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মনিরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান প্রমুখ।
মাঠ দিবসে উপজেলা কৃষি কর্মকর্তা সানজিদ আরা শাওন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু জাফর মো. ইলিয়াস, বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ও উপকারভোগী কৃষক-কৃষাণীবৃন্দ উপস্থিত ছিলেন।