আরিফুর রহমান,ঝালকাঠি।।
অর্থ ও শ্রমিক সংকটে ধান কাটা নিয়ে বিপাকে পড়েছেন অনেক কৃষক। তাই কৃষকদের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে আহ্বানে সাড়া দিয়ে ঝালকাঠির নলছিটিতে ধান কেটে কৃষকের ঘরে তুলে দিচ্ছেন নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৪ মে )উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের কৃষক আঃ সাত্তার হাওলাদারের ২৬ শতাংশ জমির ধান কেটেছেন নেতাকর্মীরা।
নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট হাসান আলম সুমনের নেতৃত্বে যুগ্ম আহবায়ক মশিউর রহমান, স্বেচ্ছাসেবকলীগ নেতা নাজমুল আলম রাজিব, নাবিউল, তন্মায় সহ সংগঠনের নেতা-কর্মীরা পাকা ধান কেটে ওই কৃষকের ঘরে পৌঁছিয়ে দেন।
ভুক্তভোগী কৃষক আঃ সাত্তার হাওলাদার বলেন, শ্রমিক সংকটসহ ও নানাবিধ সমস্যার কারণে জমির পাকা ধান ঘরে তুলতে পারছিলাম না। খবর পেয়ে আমার সাথে যোগাযোগ করে নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা এসে জমির পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছে। আজ তাদের কারণে জমির পাকা ধান কাটতে পেরেছি । আর ধান মাঠে পড়ে নষ্ট হয়নি। তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা।
উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট হাসান আলম সুমন বলেন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি মহোদয় ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নির্দেশনায় এবং জেলা আহবায়ক মোঃ শফিকুল ইসলাম শফিক ভাইয়ের নির্দেশে কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিয়েছি আমরা।