পীরগঞ্জ প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ২০২২ থেকে ২৩ অর্থ বছরে কান্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়ে়ছে।
বুধবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়ে়াজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, দিনাজপুর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ শামীম আশরাফ, অতিরিক্ত উপ-পরিচালক(শস্য) আলমগীর হোসেন, উপজেলা কৃষি অফিসার সাইফুল ইসলাম, অতিরিক্ত কৃষি অফিসার লায়লা আনজুমান, কৃষি সম্প্রসারণ অফিসার রাকিব ইসলাম প্রমুখ ।
প্রশিক্ষনে ৬০ জন কৃষক কৃষানী অংশ নেয়।
টিএমবি/এইচএসএস