আরিফুর রহমান, ঝালকাঠি।।
মতপ্রকাশের স্বাধীনতা সকল প্রকার মানবাধিকারের চালিকাশক্তি’এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ঝালকাঠিতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বুধবার(৩ মে) সকালে ঝালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে স্থানীয় দৈনিক গাউছিয়া পত্রিকার পরিবারের পক্ষ থেকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আফরুজুল হক টুটুল ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির।
গাউছিয়া পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্তের সভাপতিত্বে ও দৈনিক গাউছিয়ার প্রকাশক , ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি অলোক সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন পৌরসভার প্যানেল মেয়র তরুন কর্মকার, প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সাংবদিক দুলাল সাহা, সাংবাদিক আল-আমিন তালুকদার।
সভায় বক্তারা গণমাধ্যমের স্বাধীনতায় সরকারের সর্বাত্তক সহযোগিতা রয়েছে দাবি করে বলেন, আগামী দিনেও সাংবাদিকরা যাতে মুক্ত ও স্বাধীনভাবে কাজ করতে পারে এ জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়।