দেওয়ান রানা, মদন প্রতিনিধি: নেত্রকোণা মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের ছালাকান্দা গ্রামে পূর্ব শত্রুতার জেরে এক যুবক গুরুতর আহত হয়েছে।
মঙ্গলবার (২-রা মে) দুপুরে একই গ্রামের প্রতিপক্ষের রামদার কুপে কাঞ্চন চৌধুরীর ছেলে ইমরান(২৭) গুরুতর আহত হয়ে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
আহত ইমরান বলেন, আমি দুপুরে হাওর থেকে বাড়ি ফেরার পথে, দেওয়ান আলীর ছেলে ফারুক ও মুক্তি’র নেতৃত্বে ৮-১০ জন লোক পথ রোধ করে আমার উপর অতর্কিত হামলা চালায়। প্রাণ বাঁচাতে আমি দৌড় দিলে ফারুক পিছন থেকে আমার মাথায় রামদা দিয়ে কুপ দিলে আমি মাটিতে লুটিয়ে পরি।
জানা যায়, একই কায়দায় ২০২২ সালে জুলাই মাসে আহত ইমরানের আপন চাচাতো ভাই হাফিজুল হক চৌধুরীকে দিন দুপুরে একই গ্রামের দেওয়ান আলীর ছেলে ফারুক তার দল-বল নিয়ে বাড়ির সামনে রাস্তা আটকিয়ে হত্যা করার অভিযোগ রয়েছে।
দেওয়ান আলীর ছেলে ফারুক জানান, আমরা ইমরান কে কোনো মারপিট করিনি। বরং আমাদের তিন মহিলাকে তারা মারপিট করে হাসপাতালে পাঠিয়েছে।
এ বিষয়ে মদন থানার অফিসার ইনচার্জ বলেন, ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি। এখানো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
টিএমবি/এইচএসএস