স্টাফ রিপোর্টার : ‘‘সার্বজনীন স্বাস্থ্য সেবা নিশ্চিত করণের লক্ষে’’ নেত্রকোনার দুর্গাপুরে সারাদেশের ন্যায় ‘‘জাতীয় স্বাস্থ্য ও কল্যান দিবস ২০২৩’’ পালিত হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) নানা আয়োজনে এ দিবসটি পালিত হয়।
এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সজীব রায় এর সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন, আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. তানজিরুল ইসলাম রায়হান, ডা. সাদ্দাম হোসেন, ডা. সাউদ শরিফ, ডা. ফাহমিদা নাজনীন জলিসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী বৃন্দ ।