দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার খালিয়াজুরী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষার হলে (কক্ষে) বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে ছয়জন ছাত্রলীগ নেতা-কর্মীর বিরুদ্ধে ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে খালিয়াজুরী ছাত্রলীগের চারজন যুগ্মআহবায়ক তোফাজ্জল আজিম (২৩), খাইরুল ইসলাম (২২), প্রান্তর তালুকদার (১৯) ও আসাদুল ইসলাম (২০) এবং এক নারী সদস্য মুন্নী খাতুন (১৯) ও আরেকজন কর্মী আবীর মিয়া (১৯)।

মঙ্গলবার (২ এপ্রিল) সকালে মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে খালিয়াজুরী থানার ওসি মোহাম্মদ খাইরুল বাশার বলেন, পরীক্ষা হলের কেন্দ্র সচিব ও ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্র বিশ্বাস গত সোমবার বিশৃঙ্খলা ঘটানোর বিষয়ে দুস্কৃতীকারীদের বিরুদ্ধে অভিযোগ দেন। অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি।

অভিযোগকারী রবীন্দ্র বিশ্বাস জানান, চলমান এসএসসি পরীক্ষার প্রথম দিন সকাল পৌনে ১০টার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা পরীক্ষার হল কক্ষে প্রবেশ করে। তারা পরীক্ষার্থীদের মাঝে কলম ও বোতলজাতীয় পানি বিতরন এবং রাজনৈতিক বক্তব্য প্রদান করে। পরীক্ষার্থী ও পরীক্ষা গ্রহণে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ব্যতিত হল রুমে বহিরাগতদের প্রবেশের নিয়ম না থাকা সত্ত্বেও প্রশ্ন দেওয়ার আগ মুহুর্তে তারা কক্ষে অবস্থান করে। এসময় ছবি ও ভিডিও ধারণ করে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। পরবর্তীতে এসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছে। বিষয়টি ইউএনও মহোদয়ের নজরে আসলে তিনি আমাকে অবগত করেন।

খালিয়াজুরীর ইউএনও রুয়েল সাংমা জানান, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য পরীক্ষা হলের কেন্দ্র সচিবকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version