হযরত আলী, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় নানা আয়োজনের মধ্যে দিয়ে মহান মে দিবস পালন করা হয়েছে।
সোমবার (০১ মে) সকালে উপজেলা জাতীয় শ্রমিক লীগের আয়োজনে উপজেলার অডিটরিয়াম হলরুমে মহান মে দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে উপজেলা শ্রমিক লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অডিটরিয়াম চত্বর গিয়ে শেষ হয়।
জাতীয় শ্রমিক লীগ হাতীবান্ধা উপজেলা শাখার সভাপতি মোজাম্মেল হোসেন ভুট্টু’র সভাপতিত্বে আলোচনা সভা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লালমনিরহাট-১ আসনের সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি।
উপজেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমিনুল হক ডন’র সঞ্চালনায় এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ।
এ সময় আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, যুগ্ন সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সাগর, রওশন হাবিব খান মানিক, তোছাদ্দেক আলম খান রুবেল প্রমুখ।
টিএমবি/এইচএসএস