দেওয়ান রানা, মদন প্রতিনিধি: নেত্রকোণা মদন উপজেলায় মদন মটরযান শ্রমিক ইউনিয়ন, মিশুক, সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন, নির্মাণ শ্রমিক ইউনিয়ন, টাইলস্ নির্মাণ শ্রমিক ইউনিয়ন এবং রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের আয়োজনে মহান মে দিবস পালিন।
সোমবার (১লা মে) সকালে বিভিন্ন শ্রমিক সংগঠনের আয়োজনে একটি র ্যালী উপজেলা পাবলিক হল মাঠ থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পাবলিক হল মাঠে এসে শেষ হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি মোঃ শাহনূর রহমান, পৌর মেয়র মোঃ সাইফুল ইসলাম সাইফ, অফিসার ইনচার্জ মোঃ তাওহীদুর রহমান, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আনোয়ার সাদাত সানোয়ার।
র ্যালী শেষে মহান মে দিবসের শুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে আলোচনা করেন আগত অতিথিরা ও বিভিন্ন সংগঠনের শ্রমিক নেতারা। তারপর সংগঠনগুলোর নিজস্ব উদ্যোগে শ্রমিকদের মাঝে খাবার ও মিষ্টি বিতরণ করেন
টিএমবি/এইচএসএস