কটিয়াদীতে মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনাসভা
মিয়া মোহাম্মদ ছিদ্দিক,কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট,মিষ্টি,বেকারি শ্রমিক ইউনিয়ন কটিয়াদী উপজেলা শাখার উদ্যোগে র্যালী ও অলোচনাসভা অনুষ্ঠিত হয়।আজ সোমবার সকালে র্যালিটি কটিয়াদী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কটিয়াদী নদীরবাধ মডেল থানার সামনে অস্থায়ী কার্য়ালয়ে্ক্তেএসে শেষ হয়।পরে অনুষ্ঠানে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট,মিষ্টি,বেকারি শ্রমিক ইউনিয়ন কটিয়াদী উপজেলা শাখার মোঃ মনজিল মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন,কিশোরগঞ্জ জেলা কমিনিউস পার্টির সাবেক সভাপতি সৈয়দ নজরুল ইসলাম,সাংবাদিক সারোয়ার হোসেন শাহীন, কমিনিউস পার্টির মোঃ মস্তুফা কামাল,কটিয়াদী পৌরসভা ৪নং ওর্য়াড কাউন্সিলর রনবির সিংহ,কমিনিউস পার্টির নেতা মোঃ সেলিম থান,কটিয়াদী মডেল এসআই রোকোনুজ্জামান সহ সকল শ্রমিক নেতৃবৃন্দ।