মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ বরমান হোসেনের নির্বাহী আদেশে অনত্র বদলী হওয়ায় উপজেলা পরিষদের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্নার সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরমান হোসেন, পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর ছিদ্দিক মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, সহকারী কমিশনার (ভ‚মি) মারুফ আফজাল রাজন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফর রহমান, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মাহমুদা খাতুন সহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।